
সচ্চিদানন্দদেসদয়, আশাশুনি প্রতিবেদক: আশাশুনিতে মহামারী করোনার দ্বিতীয় দফায় করোনা আক্রান্ত দীনবন্ধু মন্ডলকে হোম কোয়ারিন্টিনে রাখা হয়েছে।
উপজেলার বুধহাটা ইউনিয়নের মহেশ্বরকাটি গ্রামের মৃত কিষ্টপদ মন্ডলের পুত্র দীনবন্ধু মন্ডল (৭৫) অসুস্থ হয়ে অপারেশনের জন্য খুলনা গিয়েছিল। সেখানে ২৪ মার্চ বিভিন্ন টেষ্টের পর তিনি করোনা পজেটিভ রিপোর্ট আসে। তখন হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ২৫০ বেড হাসপাতালে তাকে রিফার করেন। কিন্তু দীনবন্ধু হাসাপাতালে না গিয়ে পালিয়ে বাড়িতে চলে আসেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন রোগিকে হোম কোয়ারিন্টিনে থাকার ব্যবস্থা করেন এবং বাড়িতে লাল পতাকা উঠানো হয়েছে।