
আশাশুনি প্রতিবেদক: আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২১ উপলক্ষে আশাশুনি উপজেলায় মানববনন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে বিভিন্ন সংগঠন ও সরকারি উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি ঃ আশাশুনি উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে বিভিন্ন শ্লোগান ও তথ্য সম্বলিত পোষ্টার গুরুত্বপূর্ণ স্থানে লাগানোর ব্যবস্থা করেন। উপজেলা পরিষদ ক্যাম্পাসে প্রধান সড়কে সরকারি কর্মকর্তা, কর্মচারী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশ গ্রহনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ চিত্ত রঞ্জন ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন। বীর মুক্তিযোদ্ধা ও দুপ্রক সাধারণ সম্পাদক আঃ হান্নানের সঞ্চালনায় সভায় সরকারি কর্মকর্তা, দুপ্রক সদস্যবৃন্দ ও বিভিন্ন এনজিও প্রতিনিধি বক্তব্য রাখেন।
এনজিও উন্নয়ন প্রচেষ্টা ঃ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস – ২০২১ উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা- উন্নয়ন প্রচেষ্টা বিভিন্ন কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার সকালে সংস্থা দিবসটি পালনের লক্ষ্যে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে। পিকেএসএফ এর অর্থায়নে উপজেলা পরিষদ প্রধান সড়কে মানববন্ধনের আয়োজন করা হয়। সরকারি কর্মকর্তা, সংস্থার উপকারভোগি ও কর্মকর্তা-কর্মচারীদের অংশ গ্রহনে মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসা নাজমুল হুসেইন খাঁন সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। এছাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আঃ হান্নান, উন্নয়ন প্রচেষ্টার প্রকল্প সমন্বয়কারী হুমায়ুন কবির, এরিয়া ব্যবস্থাপক মহিবউল্লাহ ফকির, শাখা ব্যবস্থাপক শেখ আবু ছিদ্দিক, বিষ্ণ পদ পাল, জহির উদ্দিন, বিশ্বজিৎ ও হিসাব রক্ষক কর আশীষ প্রমুখ দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।