
আশাশুনি ব্যুরো : আশাশুনি সরকারি কলেজে বিশ্ব কবি রবীন্দ্র নাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম বার্ষিকী পালন করা হয়েছে। সোমবার কলেজ অডিটরিয়ামে এ অনু্ষ্ঠানের আয়োজন করা হয়।
“হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল” শ্লোগানকে সামনে রেখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এঁর ১৬৪ তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এঁর ১২৬ তম জন্ম বার্ষিকী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠান পরিচালনা কমিটির আহবায়ক ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ রফিকুল ইসলামের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলাম। রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান ও আলোচনা সভা সঞ্চালনা করেন, প্রভাষক মোঃ জাকির হোসেন ভূট্ট ও প্রভাষক শিরিন বাহার যুথি। রবীন্দ্রনাথ ও নজরুলের জীবনী ও সৃষ্টিকর্মের উপর আলোচনা রাখেন, অধ্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলাম, অনুষ্ঠান পরিচালনা কমিটির আহবায়ক ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ রফিকুল ইসলাম, প্রভাষক মোঃ রবিউল ইসলাম, মোঃ আব্দুল মালেক, মোঃ ইছাহক আলী, দীপঙ্কর মল্লিক, মোঃ জহুরুল ইসলাম ও মোঃ মাসুদুর রহমান।