
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির (ইইডিএমসি) ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ জুলাই) বেলা ১১ টায় সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত।
মুসলিম এইড-এর সহায়তায় ইএসডিও’র বাস্তবায়নে পরিচালিত আইসিআরডিসিভি-২ প্রকল্পের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ শরিতুল্লাহ।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডা. মোঃ আব্দুস সালাম, মুসলিম এইড ইউকে বাংলাদেশ কান্ট্রি অফিসের কো-অর্ডিনেটর- হিউম্যানিটারিয়ান এস. এম. মনোয়ার হোসেন ও ইএসডিও-আইসিআরডিসিভি-২ প্রকল্পের প্রোজেক্ট ম্যানেজার মোঃ শামসুল হক মৃধা। এছাড়া ইউনিয়নের ওয়ার্ড সদস্যবৃন্দ, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য, শিক্ষক প্রতিনিধি, স্বাস্থ্য প্রতিনিধি, বিআরডিবি প্রতিনিধি, কৃষি কর্মকর্তা, সিপিপি সভাপতি, ইমাম, ব্যবসায়ী, কৃষক, ক্ষুদ্র নৃগোষ্ঠী, মৎস্যজীবী, আনসার ভিডিপি প্রতিনিধি, বিভিন্ন এনজিও প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীসহ মোট ৫০ জন ইউডিএমসি সদস্য সভায় অংশগ্রহণ করেন।
সভায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা খাতে ইউনিয়ন পরিষদের ৪ লক্ষ টাকা বাজেট বরাদ্দের বিষয়টি জানানো হয়, যা বিগত বছরের বাজেটের সমান। বাজেট বৃদ্ধি না করার পেছনে আর্থিক সীমাবদ্ধতাকে কারণ হিসেবে উল্লেখ করা হয়। আলোচনায় উঠে আসে দুর্যোগ ঝুঁকি হ্রাস, প্রাথমিক প্রতিক্রিয়া এবং ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনার ক্ষেত্রে এই বরাদ্দ কীভাবে কাজে লাগানো হবে। সভায় দুর্যোগকালীন বিভিন্ন সমস্যা যেমন—গবাদিপশুর জন্য পৃথক আশ্রয়কেন্দ্রের অনুপস্থিতি, মনিকখালী স্লুইস গেট অকার্যকর থাকা, খাল দখল ও লিজ ব্যবস্থার অনিয়ম, জলাবদ্ধতা নিরসন, অ্যাম্বুলেন্স সংকট এবং কমিউনিটি ক্লিনিকের জীর্ণ অবস্থা নিয়ে আলোচনা হয়। সভায় ইএসডিও-আইসিআরডিসিভি-২ প্রকল্পের পক্ষ থেকে জানানো হয়, মানিকখালী গ্রামে রাস্তা সংস্কার, স্বাস্থ্যসম্মত টয়লেট স্থাপন, এবং বৃষ্টির পানি সংরক্ষণ বাবস্থা প্রদান করা হয়েছে। এছাড়া সোদকনা গ্রামে একটি পানি বিশুদ্ধকরণ পাম্প স্থাপনের পরিকল্পনার কথাও জানানো হয়, যা স্থানীয় জনগণের জন্য বিশেষভাবে উপকারী হবে। পাশাপাশি প্রতিটি ওয়ার্ড জন সচেতনতা সৃষ্টির জন্য বিভিন্ন ধরনের সভার কাজ চলমান রয়েছে।
মুসলিম এইড ইউকে বাংলাদেশ কান্ট্রি অফিস-এর প্রতিনিধি এস. এম. মনোয়ার হোসেন জানান, দুর্যোগকালীন সময়ে সরকারি ঘোষণা থাকলে মুসলিম এইড বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে জরুরি সহায়তা প্রদান করে থাকে।
সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে—খাল দখল ও লিজ শর্ত লঙ্ঘন সংক্রান্ত বিষয়ে ইউএনও বরাবর লিখিতভাবে জানানো হবে যাতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়। একই সঙ্গে জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের জন্য পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা, দুর্যোগ পরিস্থিতিতে ইউডিএমসি সদস্যদের জন্য টর্চ, রেইনকোট, ছাতা ও ফার্স্ট এইড বক্সের ব্যবস্থা এবং ইএসডিও-আইসিআরডিসিভি-২ প্রকল্পের সহায়তায় আরও রিভার্স অসমোসিস (RO) সিস্টেম স্থাপন ও বৃক্ষরোপণের অনুরোধ জানানো হয়।
সভায় ইএসডিও–রিচ প্রকল্পের প্রতিনিধি জানান যে, চলতি অর্থবছরে ইডিএম এর সহায়তায় পরিচালিত রিচ প্রকল্পের আওতায় একটি কমিউনিটি ক্লিনিক সংস্কার এবং একটি ব্যাটারি ও সৌরচালিত অ্যাম্বুলেন্স প্রদান করা হবে, যা দুর্যোগকালীন ও নিয়মিত স্বাস্থ্য সেবায় সহায়ক হবে। পাশাপাশি “উত্তরণ” প্রকল্পকে অ্যান্টিসিপেটরি অ্যাকশন উপকারভোগীদের তালিকা ইউডিএমসিকে দিতে অনুরোধ জানানো হয়।
সভার শেষে সভাপতির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনায় মুসলিম এইড ও ইএসডিও-র নিরলস সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। তিনি বলেন, এ ধরনের সমন্বিত সভা ইউনিয়নের দুর্যোগ প্রস্তুতি ও ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদান রাখে।