
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার গুনাকরকাটি দক্ষিন পাড়া গ্রামের ভিক্ষুক মনোয়ারা বেগমকে তার বসবাসকৃত জমি থেকে উচ্ছেদের জন্য প্রতিপক্ষের হামলার ঘটনা ঘটেছে। রবিবার সকাল ৭ টায় তার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে তার ছেলে জাকির হোসেন থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ ও সরেজমিন ঘুরে জানা যায় তার( মনোয়ারা বেগম) দুই ভাই গুনাকরকাটি গ্রামের মৃত জোহর আলী মোল্যার ছেলে রওশন মোল্যা ও সাইদ আলী মোল্যা, সাত্তার মোল্যার ছেলে আঙ্গুর হোসেন, রওশন মোল্যার স্ত্রী সালেহা বেগম ও আঙ্গুর হোসেনের স্ত্রী সালমা খাতুন রবিবার সকালে মনোয়ারা বেগমকে তার জমি থেকে উচ্ছেদের জন্য হামলা চালায়। তাকে রক্তাক্ত জখম করে। জানা যায় ৩৫ বছর পুর্বে তার ভাইদের কাছে ৪০ হাজার টাকার বিনিময়ে সে ৬ শতক খাস জায়গায় বসবাস করে আসছিল। সেখানে সে ঘরবাড়ি বেঁধে, গাছগাছালি লাগিয়ে ভোগ দখলে আছে। কিন্তু তার ভাইরা তাকে তার জায়গা থেকে উচ্ছেদের জন্য বহুদিন ধরে ষড়যন্ত্র করে আসছে। এক মাস আগেও তার উপর হামলা চালানো হয়। তার টিনের ছাউনি ও মাটির ঘরটি ভেঙে দেয়। এ বিষয়ে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। তাতে তারা খ্যান্ত হয়নি। বারবার তার উপর হামলা চালানে হচ্ছে। অসহায় মনোয়ারা বেগম হামলায় আহত হয়ে আশাশুনি হাসপাতালে ভর্তি আছে। এ বিষয়ে মনোয়ারা বেগম উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।