
আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলা জাতীয় পার্টির সাধারণ সভা অনষ্ঠিত হয়েছে। উপজেলা জাতীয় পার্টির সভাপতি রুহুল আমিন এর সভাপতিত্বে শুক্রবার (০৩ জুলাই) বিকালে দলীয় কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জাপা’র সাধারণ সম্পাদক ইয়াহিয়া ইকবাল এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় দলের সহ সভাপতি নুরুল হুদা, যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জি এম মফিজুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, যুগ্ম সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদিকা রেনু বেগম, শোভনালী ইউনিয়ন জাপা’র সাধারণ সম্পাদক তুহিন গাজী, জাপা নেতা মনিরুজ্জামান ডালিম, রইস উদ্দীন, ইউনুছ আলী, এম এ হামিদ, নাজমুল হোসেন লাল্টু, মোসেল উদ্দীন, সহাদেব চন্দ্র সরকার, বরকতুল্লাহ, শহিদুল ইসলাম, নুর আলী, শাহজাহান, একিম উদ্দীন, জাকারিয়া, বাবু সহ অন্যান্য নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা মরহুম প্রেসিডেন্ট এইচ, এম এরশাদের ১ম মৃত্যু বার্ষিকী পালন, বর্তমান বৈশি^ক মহামারী করোনা ভাইরাস বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা সহ সাংগঠনিক অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়। সভায় সামজিক দূরত্ব বজায় রেখে আগামী ১৪ জুলাই কুরআনখানী ও সংক্ষিপ্ত দোয়ানুষ্ঠানের মাধ্যমে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এরশাদের ১ম মৃত্যু বার্ষিকী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।