
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি ইউসিসিএ লিঃ এর ত্রিবার্ষিক নির্বাচনে ৭ জন নমিনেশন পত্র ক্রয় করেছেন। বৃহস্পতিবার নমিনেশন পত্র ক্রয়ের শেষ দিনে ৮টি পদের মধ্যে ৭টি পদে ৭ জন নমিনেশন পত্র ক্রয় করেন।
নির্বাচন কমিশন এর সভাপতি জেলা সমবায় দপ্তরের পরিদর্শক মুর্শিদ আলম জানান, ৮টি পদে নির্বাচনের জন্য তফশীল ঘোষণা করা হয়। নমিনেশন পত্র সংগ্রহের শেষ দিন (২১ আগস্ট) সভাপতি পদে দুজন আব্দুল মান্নান ও নাজমুল হুদা, সহ সভাপতি পদে একজন এবং ৬টি সদস্য পদে ৪ জন নমিনেশন পত্র ক্রয় করেছেন। নমিনেশন পত্র জামাদানের তারিখ ২৫ আগস্ট সোমবার। ফলে দেখা যাচ্ছে সহ সভাপতি পদে একজন এবং ৬টি সদস্য পদের মধ্যে ৪টিতে ৪ জন নমিনেশন পত্র ক্রয় করায় এবং যদি সবাই নমিনেশন পত্র জমা দেন তবে সহ সভাপতি ও সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন।
এসময় নির্বাচন কমিশনের সদস্য আব্দুল্লাহ আল কাফি ও সন্যাসী মন্ডল উপস্থিত ছিলেন।