
প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা পৌরসভার সাবকে সফল ময়ের, পৌর আওয়ামী লীগরে সভাপতি মরহুম শখে আশরাফুল হকরে স্ত্রী এবং র্বতমান সাতক্ষীরা পৌর আওয়ামী লীগরে সভাপতি ও সাতক্ষীরা জলো ফুটবল এসোসয়িশেনরে সভাপতি শখে নাসরেুল হকরে মাতা মোছাঃ হাছনিা খাতুন এর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরবিাররে প্রতি গভীর সমবদেনা জানয়িে ববিৃতি দয়িছেনে সাবকে ছাত্রনতো সমন্বয় কমটিি সাতক্ষীরা জলো শাখার আহবায়ক শখে সাহদি উদ্দনি, যুগ্ম আহবায়ক জে এম ফাত্তাহ, আছাদুজ্জামান বাবু, সদস্য সচবি শখে এজাজ আহমদে স্বপন, সদস্য শখে মারুফ হোসনে মঠিু, কাজী আক্তার হোসনে, মীর মাহমুদ আলী আবরি, মাহমুদ আলী সুমন, মীর মোস্তাক আলী, সয়ৈদ জয়িাউর রহমান, অনতি মুর্খাজ,ি সলেমি রজো সবুজ, শখে মুশফকিুর রহমান, আসাদুজ্জামান লটিু, সয়ৈদ মহউিদ্দীন হাশমেী তপু, নূর ই আলম সদ্দিকিী মুকুল, সালাহউদ্দনি আল আজাদ, শখে জাহাঙ্গীর কবরি বরিাজ, মীর আজগার আলী টুটুল , নজরুল ইসলাম হাবলু, ইকবাল হোসনে, খন্দকার আনছিুর রহমান, তানভীর হোসাইন সুজন, এহসান হাবীব অয়ন প্রমুখ। নতেৃবৃন্দ মরহুমরে আত্মার মাগফরিাত কামনা করছেনে এবং তার শোকসন্তপ্ত পরবিাররে সদস্যদরে প্রতি গভীর সমবদেনা জানয়িছেনে।