
স্টাফ রিপোর্টার, দেবহাটা: সদর উপজেলার আলীপুরে ট্রাক চাপায় এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৩০ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় আলিপুর নাথপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোর আলীপুর ইউনিয়নের চাপারডাঙ্গি গ্রামের মহিদ সরদারের ছেলে রাসেল(১৬)। সে আলীপুর হাটখোলা হতে মটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে নাথপাড়া মোড়ে পৌছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক (ঢাকা-মেট্রো-ড-১৪-৬২০১) তাকে চাপা দেয়। দূর্ঘটনার সাথে সাথে ঘটনাস্থলে কিশোর রাসেলের মৃত্যু হয়। এ সময় রাস্তার দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সদর থানা পুলিশ যানজট নিয়ন্ত্রন সহ লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করার প্রস্তুতি নিচ্ছিল।