
দেবহাটা ব্যুরো: সাতক্ষীরার আলীপুরে সড়ক দূর্ঘটনায় এক কিশোর নিহত হয়েছে। আহত হয়েছে আরও দু’জন। ভোমরা হুফফাজুল কোরআন ফাইন্ডেশন বাংলাদেশ খুলনা বিভাগ জোন এর অধীনে সাতক্ষীরা জেলা শাখা আয়োজিত আন্তর্জাতিক কোরান প্রতিযোগীতায় অংশগ্রহনের উদ্যেশ্যে সোমবার বেলা ১২টায় মোটরসাইকেল যোগে দেবহাটা উপজেলার পারুলিয়া সরদার বাড়ী থেকে সাতক্ষীরা ভোমরা সড়কের আলিপুর হাটখোলা নামক স্থানে পৌছালে ইজিবাইকের সাথে মোটর সাইকেলের মখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী তিনজন গুরুতর আহত হয়।
এসময় স্থানীয় জনতা তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার পারুলিয়া সরদার বাড়ী গ্রামের আনিসুর রহমানের পুত্র মেজবাহ হোসেন (১৩)কে মৃত্যু ঘোষনা করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না এলাইহি রাজেউন)। অপর আহত দু’জন হলো একই গ্রামের আব্দুল গফুরের পুত্র মুন্না হোসেন (১২) ও সিরাজুল ইসলামের পুত্র আকাশ (১৮)। তারা উভয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানা গেছে। দূঘর্টনা কবলিত ইজি বাইকটি পালিয়ে যেতে সক্ষম হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানা যায়।