
মোঃ আকবর হোসেন, তালা: তালায় ০৯ সেপ্টেম্বর সোমবার ইমারত শ্রমিকের সাধারন সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটে আলাউদ্দিন গাজী বিপুল ভোটে সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে।
সন্ধায় তালায় নতুন বাজারে জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকিরের পরিচালনায় সাধারন সম্পাদক পদে ২জন প্রতিদন্দিতা করে। মোট ভোটার সংখ্যা ২৪ জন। এর মধ্যে মোঃ আলাউদ্দিন গাজী ২২ ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিন্দ্বন্দি মুক্তার বিশ^াস পেয়েছেন মাত্র ২ ভোট। এর আগে ব্যক্তিগত কারনে সাবেক সেক্রেটারী আবুবক্কর সরদার পদত্যাগ করায় এ ভোট অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তালা উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি সাংবাদিক মোঃ আব্দুল জব্বার। সাধারন সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, শ্রমিকলীগের সভাপতি ও তালা সদর প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল জব্বার, ইমারত শ্রমিকের সভাপতিসহ কমিটির সকল নেতৃবৃন্দ।