‘বাহুবলী’ খ্যাত নায়িকা তামান্না ভাটিয়া সঙ্গে সাবেক পাকিস্তানি অলরাউন্ডার আব্দুল রাজ্জাকের বিয়ের গুঞ্জন উঠে। দু’জনের একসঙ্গে একটি ছবি নিয়েই এই গুঞ্জনের সূত্রপাত। সম্প্রতি এ বিষয়েই মুখ খুলেছেন ভারতের দক্ষিণের জনপ্রিয় এই অভিনেত্রী।
তামান্না স্পষ্ট জানান, আব্দুর রাজ্জাকের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই। বন্ধুত্ব মানেই যে তাকে বিয়ে করতে হবে, এমন কোনও বিষয়ও নেই।
যে ছবিকে ঘিরে তার সঙ্গে পাক ক্রিকেটারের বিয়ে নিয়ে জল্পনা শুরু হয়েছে, তা দুবাইতে থাকাকালীন তোলা বলেও দাবি করেছেন ‘বাহুবলী’ তারকা।
টাইমস অব ইন্ডিয়া, এবিপিলাইভসহ ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, ২০১৭ সালে দুবাইয়ে একটি গয়নার দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন আব্দুর রাজ্জাক ও তামান্না ভাটিয়া। সেখানে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তাদের বিয়ের গুঞ্জন ওঠে।
এ প্রসঙ্গে তামান্নার দাবি, দুবাইয়ের ওই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছিলেন তিনি। সেখানেই তার সঙ্গে আব্দুর রাজ্জাকের দেখা হয়। এরপরই তাদের বিয়ে নিয়ে সরগরম হয়ে ওঠে পেজ থ্রির পাতা।
বিয়ের গুঞ্জনকে অহেতুক দাবি করে এই মুহূর্তে বিয়ে করার কোনও পরিকল্পনা নেই বলে স্পষ্ট জানান ‘বাহুবলী’ অভিনেত্রী।
বর্তমানে করোনাভাইরাস পরিস্থিতিতে বাড়িতেই কোয়ারেন্টিনে রয়েছেন তামান্না ভাটিয়া। এই সময়ে সোশ্যাল মিডিয়ায় কাজের ভিডিও, রান্নার ভিডিও, পুরোনো ছবি পোস্ট করে সময় কাটাচ্ছেন ভারতের দক্ষিণের জনপ্রিয় এই তারকা।
পূর্বপশ্চিমবিডি/