মেহেদী হাসান, খুলনা: ‘উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ এই প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (০৯ ডিসেম্বর) সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ। অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। যারা দুর্নীতি করে তাদের রাষ্ট্রীয় ও সামাজিকভাবে বয়কট করতে হবে। সদিচ্ছার মাধ্যমে দুর্নীতি দূর করা যায়। নিজ ঘর থেকে দুর্নীতিবিরোধী অভিযান পারিচালনা করা জরুরি। তিনি বলেন, প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে যে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন তা যেন প্রতিটি অফিসেই বাস্তবায়িত হয়। এজন্য কর্মক্ষেত্রে যার যার দায়িত্ব সততা, নিষ্ঠা ও ন্যায়পরায়নতার সাথে পালন করতে হবে। পরিবার, সমাজ ও কর্মক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধে সকলকে এগিয়ে আসাতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মো. নিজামুল হক মোল্যা, দুর্নীতি দমন কমিশন খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা: মনি মোহন সাহা। খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে এতে স্বাগত বক্তৃতা করেন দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ। খুলনা জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। এর আগে দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিভিন্ন সরকারি দপ্তর এ মানববন্ধনে অংশ নেয়।