প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির বার্ষিক নির্বাচন ২০২৫ অনুষ্ঠানের লক্ষ্যে সাত সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে ।
৩০ অক্টোবর বৃহস্পতিবার সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ এমদাদুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে। গঠিত কমিশনে অ্যাড. শফিকুল ইসলাম খোকনকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে। কমিশনের অন্যান্য সদস্যরা হলেন, অ্যাড. ফেরদৌসি আরা লুসি, অ্যাড. তারক কুমার মিত্র, অ্যাড. আনিছুর কাদির ময়না, অ্যাড. খায়রুল বদিউজ্জামান, অ্যাড. এস,এম মশিয়ার রহমান ও অ্যাড. কাজী আব্দুল্ল্যাহ আল হাবিব।
কমিশনকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির বার্ষিক নির্বাচন ২০২৫ সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে।

