কামরুল হাসান: কলারোয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি ও মুখপাত্র, সাবেক ইউপি চেয়ারম্যান, শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইছ উদ্দিন গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানী ঢাকার শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি রয়েছেন। অসুস্থ নেতাকে দেখতে শনিবার (২৮ ডিসেম্বর) সকালে হাসপাতালে যান কলারোয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কে এম আশরাফুজ্জামান পলাশ। চিকিৎসাধীন বিএনপি নেতা রইছ উদ্দিনের সুস্থতা কামনা করে যুবদল নেতা পলাশ জানান, শনিবার বিকেলে স্যারের এনজিও গ্রাম হবে। সবাই দোয়া করবেন তিনি যেনো দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। চিকিৎসাধীন বিএনপি নেতা অধ্যক্ষ রইছ উদ্দিন সকলের কাছে নিজের সুস্থতা কামনা করে দোয়া কামনা করেছেন বলে যুবদল নেতা কে এম আশরাফুজ্জামান পলাশ জানান। এদিকে, সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিনের এনজিও গ্রাম এর খবর পেয়ে রাজনৈতিক নানা কর্মসূচি বাতিল করে ঢাকায় ফিরেছেন তালা-কলারোয়ার সাবেক এমপি কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। সাবেক এমপি হাবিব বর্ষীয়ান এই নেতার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।