প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরায় অনগ্রসর দলিত হরিজন যুব ফোরাম উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সাতক্ষীরার প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলানয়াতনে অনগ্রসর দলিত হরিজন যুব ফোরাম উন্নয়ন শীর্ষক এর কর্মশালার আয়োজন করেন। দাতা সংস্থা ইসলামিক রিলিফ, সুইডেন এর অর্থায়নে “দলিত” সংস্থা“রাইস’স অফ দলিত” প্রকল্প সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, নড়াইল ও যশোর জেলায় এই কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। উক্ত প্রকল্পের আওতায় প্রকল্পের দায়িত্বরত কর্মকর্তা মো. ফারুক হোসেন এর সঞ্চালনায় দলিত সংস্থার নির্বাহী পরিচালক স্বপন কুমার দাস কর্মশালার সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্ত মো. হুমায়ন কবির। উক্ত কর্মশালায় বিকাশ কুমার দাস, কর্মসুচী প্রধান ও প্রকল্প ফোকাল, দলিত, সংস্থার কার্যক্রম ও প্রকল্প পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশরে মাধ্যমে। উপস্থপনা করেন। কর্মশালায় প্রধান অতিথি দলিত সংস্থাকে ধন্যবাদ ও সকল সহযোগিতার করবেন বলে জানান। অনুষ্ঠানে সকল উপজেলার ইয়থ লিডার, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, সেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনগ্রসর দলিত হরিজন যুব ফোরাম উন্নয়ন শীর্ষক কর্মশালা
পূর্ববর্তী পোস্ট