
নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবসে মর্নিংসান প্রি-ক্যাডেট স্কুলে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা আলোচনা সভা ও পুরস্কার বিতরনি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে স্কুলের পরিচালক শেখ আমিনুর রহমান কাজল এর সভাপতিত্বে ও সৌমিতা অধিকারী তিথির সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিশু একাডেমী পরিচালনা পর্ষদের দুজন সম্মানিত সদস্য, সাহিত্যজন শুভ্র আহমেদ ও সংস্কৃতিজন ফারুকুজ্জামান ডেভিড। আরো বক্তব্য রাখেন স্কুলের উপাধ্যক্ষ সেলিনা খাতুন হিরা, মাহমুদা আক্তার লাকি, তাহমিনা আক্তার নীলা, ফারহানা সিদ্দিকা পিংকি, শিরীন শারমিন।সবশেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
ক গ্রুপ
প্রথম স্হান – সৌমদ্বীপ
দ্বিতীয় স্থান – কৌশিক
তৃতীয় স্থান – জান্নাতুল
খ গ্রুপ
প্রথম স্হান- মুনতাহা
দ্বিতীয় স্থান – সাকিব
তৃতীয় স্থান – অর্নব
গ গ্রুপ
প্রথম স্থান – রাইসা
দ্বিতীয় স্থান – আফিয়া
তৃতীয় স্থান- তাসফিয়া।