
নিজস্ব প্রতিবেদক : পুরাতন সাতক্ষীরার কলেজ ছাত্রীকে অপহরণের পাঁচ দিনেও উদ্ধার হয়নি। গত শনিবার সাতক্ষীরা শহরের সেকেন্ড অফিসারের মোড় থেকে তাকে অপহরণ করা হয়।
পুরাতন সাতক্ষীরার অপহৃতার মা কর্তৃক ৮ ডিসেম্বর সাতক্ষীরা সদর থানায় দায়েরকৃত মামলা থেকে জানা যায়, আশাশুনি উপজেলা খাজরা ইউনিয়নের কাপসন্ডা গ্রামের রিয়াজউদ্দিন সরদারের ছেলে বহু বিবাহের নায়ক এক সময়কার ছাত্র শিবিরের দুর্ধর্ষ ক্যাডার মাওলানা রোকনুজ্জামান প্রেমের টোপ দিয়ে তার বোনের খালা শ্বাশুড়ির মেয়ে কলেজ ছাত্রীকে বসে আনার চেষ্টা করে ব্যর্থ হয়। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে বিয়ের প্রস্তাবও দেওয়া হয়। রোকনুজ্জামান ইতিপূর্বে একাধিক বিয়ে থাকায় সম্পর্ক স্থাপনে রাজী হননি অপহৃতার বাবা ও মা। এরকম তিক্ততার একপর্যায়ে গত শনিবার সকালে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে সেকেন্ড অফিসারের মোড় থেকে তাকে গাড়িতে করে অপহরণ করে রোকনুজ্জামান। সম্ভাব্য সকল জায়গায় খুঁজে তাকে না পেয়ে পরদিন থানায় অপহরণ মামলা করেন অপহৃতার মা। মামলায় রোকনুজ্জামানসহ তিনজনকে আসামী শ্রেণীভুক্ত করা হয়। মামলার তদন্তকারি কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক কবীর হোসেন বলেন, রোকনুজ্জামানসহ অন্য আসামীদের ধরতে তিনি কাপষন্ডাসহ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছেন। মোবাইল ফোনের সিডিআর নিয়ে তাদের কথোপকথন অনুযায়ি আসামীদের গ্রেপ্তার ও ভিকটিম উদ্ধারের চেষ্টা চলছে।