
আকরামুল ইসলাম: সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন ১২ ডিসেম্বর। কে হচ্ছেন আগামী তিন বছরের জেলা আওয়ামী লীগের দুই কর্ণধর। জেলাজুড়ে এই আলোচনা চলছে সর্বত্র। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী প্রচার প্রচারণাও চালিয়েছেন জোরেসোরে। সভাপতি পদে একাধিক প্রবীণ নেতা ইচ্ছেপোষণ করেছেন আর সাধারণ সম্পাদক পদে বেশ কয়েক জন তরুণ নেতাও মাঠে নেমেছেন। প্রার্থীরা তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত লবিং চালিয়ে যাচ্ছেন।
বৃহস্পতিবার সকাল থেকে দুই পর্বের এই কাউন্সিল অধিবেশনে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় অনেক নেতাও।
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শীর্ষ দুই পদ সভাপতি রয়েছেন মুনসুর আহম্মেদ ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। কে থাকবেন আগামী দিনের জেলা আওয়ামী লীগের অবিভাবক তা নিয়েই চলছে জল্পনা-কল্পনা।
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি পদে যাদের নাম আলোচনায় রয়েছে তারা হলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী (সাতক্ষীরা-৩) আসনের বার বার নির্বাচিত সংসদ সদস্য ডা: আ.ফ.ম রুহুল হক, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি মনসুর আহমেদ, সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শেখ মুজিবুর রহমান। আলোচনায় উঠে আসা চারজনই আওয়ামী লীগের প্রবীণ নেতা।
অপরদিকে, সাধারণ সম্পাদক পদে একাধিক প্রবীণ-তরুন নেতার নাম আলোচনায় এসেছে। তারা হলেন, জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান প্রবীণ নেতা আলহাজ্ব নজরুল ইসলাম, বর্তমান কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক আবু আহমেদ, জেলা আওয়ামী লীগের প্রায়ত সভাপতি সৈয়দ কামাল বখত সাকির একমাত্র সন্তান বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, জেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু।
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সাম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম জানান, ইতোমধ্যে সাতক্ষীরার সাতটি উপজেলা ও সাতক্ষীরা পৌরসভার কাউন্সিল শেষ হয়েছে। ১২ ডিসেম্বর সকাল ১০টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা কাউন্সিল অধিবেশন শুরু হবে। জেলার ৪৫৪ জন কাউন্সিলর যোগ দিবেন। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।