
হাফিজুর রহমান, কালিগঞ্জ প্রতিনিধি: ৪৫০ গ্রাম গাঁজা সহ আছের আলী (৩৭) ওরফে বাবু নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৭টার সময় কালিগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের বাড়ী হতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাকৃত মাদক ব্যবসায়ী আছের আলী ওরফে বাবু উপজেলার কুশুলিয়া ইউনিয়নের পিরোজপুর গ্রামের আকবর আলী তরফদারের পুত্র। উক্ত ঘটনায় থানার উপ-পরিদর্শক অনুপ সরকার বাদী হয়ে রাতে থানায় ১টি মাদক আইনে মামলা দায়ের করেছে। থানা উপ-পরিদর্শক অনুপ সরকার এ প্রতিনিধিকে জানান মাদক ব্যবসায়ী আছের আলী দীর্ঘদিন যাবত পারুলিয়া, ধলবাড়ীয়া সহ বিভিন্ন এলাকা হতে মাদক দব্র্য গাঁজা, ফেনসিডিল, ইয়াবা নিয়ে এসে উপজেলার বাস-টার্মিনাল সহ বিভিন্ন বাজার এলকায় খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রি করত। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত আনুমানিক ৭টার সময় তার বাড়ীতে অভিযান চালিয়ে ৪৫০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেপ্তার করি। তার দেওয়া তথ্য অনুযায়ী আরো মাদক ব্যবসায়ীদের ধরার জন্য অভিযান অব্যহত আছে।