
জিয়াউর রহমান শ্যামনগর থেকেঃ
সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনে অভিযান চালিয়ে ২০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছেন বন বিভাগ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ৭টার দিকে বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার (এসও) জিয়াউর রহমানের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবন সংলগ্ন মরাগাং পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের নিকটে একটি মাছ ধরার নৌকা তল্লাশী করে হরিণের মাংস উদ্ধার করে। এসময় বনবিভাগের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারীরা লোকালয়ে পালিয়ে যায়।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসএিফ) মোঃ মশিউর রহমান বলেন, উদ্ধারকৃত হরিণের মাংস মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে। এঘটনায় বন আইনে মামলা হয়েছে। চিহ্নিত শিকারীদের আটকের চেষ্টা অব্যহত আছে।

