
লিটন ঘোষ বাপি: শিশুশ্রম নয়, শিক্ষা চাই; শিশুশ্রম বন্ধ করি, সুন্দর ভবিষ্যৎ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের তিবরপাড়া গ্রামে শিশুশ্রম রোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
ব্রেকিং দ্য সাইলেন্সের স্পিড কল প্রকল্পের আওতায় ইয়ুথ গ্রুপ-৫ এই কর্মসূচির আয়োজনে অনুষ্ঠিত শিশুশ্রম রোধ ও শিক্ষার গুরুত্ব তুলে ধরতে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারুলিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার অসীম কুমার ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন কমিটির সদস্য অনিমেষ কুমার রং, ব্রেকিং দ্য সাইলেন্সের পারুলিয়া ইউনিয়নের কমিউনিটি ফ্যাসিলিটেটর রাজেশ ঘোষ
সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ক্যাম্পেইন ও র্যালিতে অংশগ্রহণকারী শিশু ও যুবকরা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে শিশুশ্রমের ক্ষতিকর দিক তুলে ধরেন এবং শিক্ষার গুরুত্ব সম্পর্কে জনসাধারণকে সচেতন করেন।
বক্তারা বলেন, শিশুশ্রম একটি সামাজিক অপরাধ যা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে বাধা সৃষ্টি করে। শিশুশ্রম বন্ধ করে প্রতিটি শিশুকে বিদ্যালয়মুখী করতে পারলেই একটি সুস্থ ও সচেতন সমাজ গড়ে তোলা সম্ভব।
আয়োজকরা জানান, ভবিষ্যতে দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নসহ আশপাশের এলাকায় শিশুর অধিকার রক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

