
তালা অফিস থেকে নজরুল ইসলামঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির সাতক্ষীরা-১ আসনের তালা-কলারোয়া উপজেলার নির্বাহী কমিটির যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় তৃণমূলের নির্দেশনা উপেক্ষা করে ও জেলা কমিটির প্রেরিত নামের তালিকার প্রতি অবজ্ঞা করে বিতর্কিত ব্যক্তি দলীয় মনোনয়ন দাখিল করায় তৃণমূল মনোনীত একক প্রার্থী সাংবাদিক এস.এম নজরুল ইসলাম দলীয় মনোনয়ন ক্রয় ও জমাদান থেকে বিরত থাকার জন্য সিধান্ত গৃহীত হয়।
রবিবার(২১ শে ডিসেম্বর) সকাল ১১ টায় দুই উপজেলার জাতীয় পার্টির যৌথ সভায় সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির সি.সহ-সভাপতি ও তালা উপজেলা জাপার সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলাম। যৌথ সভায় উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শেখ জলিল আহমেদের সার্বিক তত্বাবধানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও কলারোয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি এম.মুনছুর আলী।
উপজেলা জাপার সাংগঠনিক সম্পাদক শেখ হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহেল আলীম বাবু, তালা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শেখ সিরাজুল ইসলাম, সি.সহ-সভাপতি এ্যাড.জিল্লুর রহমান, তেঁতুলিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মাষ্টার আব্দুল আজিজ, তালা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল জলিল,খলিলনগর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস.এম জাহাঙ্গীর হাসান, নগরঘাটা ইউনিয়ন জাপার সভাপতি অধ্যাপক আমজাদ হোসেন, সরুলিয়া ইউনিয়ন জাপার সভাপতি নুরুল ইসলাম খোকা,খলিশখালী ইউনিয়ন জাপার সভাপতি নুুরুল ইসলাম মোল্লা,সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান, তেঁতুলিয়া ইউনিয়ন জাপার সাংগঠনিক সম্পাদক ডাঃ শহিদুল ইসলাম, ইসলামকাটি ইউনিয়ন জাপার সভাপতি সাবেক মেম্বর শেখ আবুল কাশেম,সাধারণ সম্পাদক নাজমুল আলম,খেশরা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো.আজিজুর রহমান,তালা উপজেলার জাপা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ আলী বিশ্বাস,দপ্তর সম্পাদক আব্দুল লতিফ শেখ, জাপা নেতা আব্দুর রহিম খাঁ বুধো,তালা সদর ইউনিয়নের জাপা নেতা রহমত আলী গোলদার, জালালপুর ইউনিয়ন জাপার সাংগঠনিক সম্পাদক ডাঃ রনজিত চৌধুরী,তালা উপজেলা ছাত্র সমাজের সভাপতি নজরুল ইসলাম রাজু,সাংগঠনিক সম্পাদক এস.এম হাসান আলী বাচ্চু,তেঁতুলিয়া ইউনিয়ন ছাত্র সমাজের সভাপতি মো. ফয়সাল হেসেন, ধানদিয়া ইউনিয়ন ছাত্র সমাজের সভাপতি আহসান হাবীব, নগরঘাটা ইউনিয়ন ছাত্র সমাজ নেতা তানভীর ফেরদৌস,মালেয়শিয়া ছাত্র সমাজের সভাপতি আমিনুর ইসলাম রানা, উপজেলা মহিলা পার্টির নেত্রী নমিতা রানী পাল প্রমুখ।
যৌথ সভায় সিধান্ত গৃহীত হয় যে, ১। এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০৫ সাতক্ষীরা-১ তালা-কলারোয়া নির্বাচনী আসনে এস, এম নজরুল ইসলাম এমএ ইতিহাস এলএলবি, পিতা-মৃত এজাহার আলী সরদার, গ্রাম- শিবপুর, ডাকঘর- তালা, উপজেলা/থানা- তালা, জেলা- সাতক্ষীরাকে জাতীয় পার্টির পক্ষ থেকে একক প্রার্থী হিসাবে তৃণমূলের ঐক্যমতে ১৮/১২/২০২৫ তারিখ সর্বসম্মতিভাবে সিদ্ধান্ত হয়।
২। সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির কার্যনির্বাহী কমিটির সভায় তৃণমূলের মতামতের ভিত্তিতে ১০৫ সাতক্ষীরা-১ আসন থেকে (১) এস এম নজরুল ইসলাম সিনিয়র সহ-সভাপতি সাতক্ষীরা জেলা ও সভাপতি তালা উপজেলা জাতীয় পার্টি। (২) এম. মুনছুর আলী সহ-সভাপতি সাতক্ষীরা জেলা ও সভাপতি কলারোয়া উপজেলা জাতীয় পার্টির নাম কেন্দ্রীয় কমিটির নিকটপ্রেরণের সিদ্ধান্ত হয়। ৩। তালা উপজেলা জাতীয় পার্টির নির্বাচনী কমিটির সভায় ইতিমধ্যে দলের একক প্রার্থী হিসাবে সর্বসম্মতিক্রমে ১০৫ সাতক্ষীরা-১ আসনে এস. এম নজরুল ইসলাম কে সমর্থন করে সিদ্ধান্ত গ্রহণ করেন।
৪। ১০৫ সাতক্ষীরা-১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তালা-কলারোয়া উপজেলার কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত ও জেলা কমিটির সিদ্ধান্ত উপেক্ষা করে জনবিচ্ছিন্ন ব্যক্তি তালা-কলারোয়া উপজেলার জাতীয় পার্টির কর্মকান্ডের সাথে যুক্ত নন জাতীয় পার্টির পরিবার বহির্ভূত ব্যক্তি তৃতীয় পক্ষের অর্থায়নে জাতীয় পার্টির অগ্রগতিকে বাঁধাগ্রস্থ করার জন্য মনোনয়ন পত্র ক্রয় ও জমা প্রদান করার বিষয় পার্টির দৃষ্টিগোচর হয়েছে। মনোনয়ন পত্র ক্রয় ও জমা প্রদানের ক্ষেত্রে তালা-কলারোয়ার জাতীয় পার্টিকে গোপন করে দলের কোনরূপ ন্যূনতম অনুমতি গ্রহণ না করে দলের তৃণমূল নেতাকর্মীদের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করায় দলের নেতা-কর্মীরা রীতিমত কষ্ট পেয়েছে। মনোনয়ন পত্র ক্রয় ও জমাদানের সাথে তালা-কলারোয়ার জাতীয় পার্টির কোনরূপ সম্পর্ক নাই। জাতীয় পার্টির নাম ব্যবহার করে পার্টির সিদ্ধান্ত বহির্ভূত ব্যক্তির একক সিদ্ধান্তে মনোনয়ন পত্র ক্রয় ও গত ২০/১২/২০২৫ তারিখ দলীয় মনোনয়ন পত্র জমা দেওয়ায় ১০৫ সাতক্ষীরা-১ তালা-কলারোয়া আসনের তৃণমূলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে সাতক্ষীরা জেলা কমিটির প্রেরিত নামের তালিকার প্রতি অবজ্ঞা করে বিতর্কিত ব্যক্তি দলীয় মনোনয়ন ক্রয় ও দাখিল করায় ২১/১২/২০২৫ তারিখ তালা-কলারোয়া জাতীয় পার্টির কার্যনির্বাহী কমিটির যৌথ সভায় জাতীয় পার্টি তৃণমূলের সিদ্ধান্তে একক প্রার্থী এস.এম নজরুল ইসলামকে একক প্রার্থী হিসাবে দলীয় মনোনয়ন ক্রয় ও জমাদান থেকে বিরত থাকার জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।

