
প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর বিশেষ আভিযানিক দল মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় বাইশ কোটি টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য আটক করেছে বিজিবি।
গত ২০ ডিসেম্বর ২০২৫ তারিখ আনুমানিক ১৮২৫ ঘটিকায় সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সদর হতে আনুমানিক ০৫ কিঃমিঃ পশ্চিমে রইচপুর (সাতক্ষীরা সদর) এলাকায় অত্র ব্যাটালিয়নের অধিনায়ক বিএ-৭৬০৫ লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি, এডি এর সার্বিক দিক নির্দেশনায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৪.২৫০ কেজি সম্ভাব্য আইস মেথ, ৪০ বোতল Wincerex সিরাপ এবং ০১টি মোটর সাইকেল জব্দ করা হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, সাতক্ষীরা সদর থানাধীন, বাদামতলা এলাকা হতে মোটর সাইকেল যোগে মাদকদ্রব্য সাতক্ষীরা শহরের উদ্দেশ্যে গমন করবে। উক্ত সংবাদ এর ভিত্তিতে একটি চৌকষ আভিযানিকদল রইচপুর নামক স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে। এ সময়ে সন্দেহজনক ব্যক্তিকে দেখামাত্র গতিরোধ করে আটকের চেষ্টা করলে তিনি মোটরসাইকেল এবং তার সাথে থাকা একটি স্কুল ব্যাগ ফেলে দ্রুত ঘন জঙ্গল পালিয়ে যায়।
মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ৪.২৫০ কেজি সম্ভাব্য আইস মেথ, ৪০ বোতল Wincerex সিরাপ এবং ০১টি মোটর সাইকেল জব্দ করে।
এ ব্যাপারে সাতক্ষীরা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা করা হয়েছে।

