
দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের (FWV, FPI & FWA) পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীগণ কর্মবিরতি পালন করেছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এ কর্মবিরতি পালন করেন তারা। এসময় তারা বলেন, পরিবার পরিকল্পনা বিভাগ জনসংখ্যা নিয়ন্ত্রণ করা। দপ্তরটি জনসংখ্যা নিয়ন্ত্রণে বার বার পুরস্কিত হলেও জনসংখ্যা নিয়ন্ত্রণ কারীগরদের কোন নিয়োগ নেই। নিয়োগ বিধি না থাকায় চলমান নিয়োগ বিধি বাস্তবায়ন দাবিতে দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় সামনে আজকে কর্মবিরতী চলছেন তারা। যতদিন নিয়োগ বিধি না হয় ততদিন তারা উপজেলায় অবস্থান করবে এমনটাই আশাবাদি কর্মচারীরা। কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি সারা বাংলাদেশব্যাপী একযোগে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি অনুযায়ী তাঁরা প্রতিদিন উপজেলা অফিসে সামনে অবস্থান করবেন। নিয়োগ বিধি যাহাতে দ্রæত বাস্তবায়ন হয় সেজন্য অন্তর্বর্তী কালীন সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন আন্দোলনকারীরা। এসময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিবার কল্যাণ পরিদর্শিকা সাবিহা খাতুন, রুমানা আক্তার, নুরজাহান খাতুন, পরিবার পরিকল্পনা পরিদর্শক শফিকুল ইসলাম, আব্দুল আল মামুন, রেজাউল ইসলাম, জাকিরুল ইসলাম সহ পরিবার কল্যাণ সহকারী মনিরা খাতুন, শাহিনুর নাহার, সোনিয়া খাতুন, জেসমিন সুলতানা প্রমুখ।

