জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়কে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। আশাশুনি অফিসার্স ক্লাবে সোমবার এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে ক্লাবের সেক্রেটারী উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় আলোচনা রাখেন, সংবর্ধিত অতিথি বিদায়ী ইউএনও কৃষ্ণা রায়, সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) শ্যামনগর রাশেদ হোসাইন, কৃষি অফিসার শুভ্রাংশু শেখর দাশ, প্রাণি সম্পদ অফিসের ভেটেনানী সার্জন ডাঃ আঃ সালাম, শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন, পিআইও আমিরুল ইসলাম, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম প্রমুখ।

