
নিজস্ব প্রতিবেদক: দেবহাটার ঐতিহ্যবাহী সখিপুর উদয়ন প্রি-ক্যাডেট মডেল স্কুলের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে সারাদিন ব্যাপি ক্রীড়া প্রতিযোগীতা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সারাদিনব্যাপী স্কুলের শিক্ষাথী, শিক্ষকবৃন্দ, অভিবাবক ও সর্বসাধারণের অংশগ্রনের মাধ্যমে স্কুলের আঙ্গিনায় এক মনোমুগ্ধকর ও বৈচিত্র পূর্ণ ক্রীড়া প্রতিযোগীতাসহ সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত অনুষ্ঠানে সখিপুর উদয়ন প্রি-ক্যাডেট মডেল স্কুলের প্রতিষ্ঠাতা প্রভাষক আবুল হাসানের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সরকারী কেবিএ কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, প্রভাষক আল আজাদ, সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শিরিনা আক্তার, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক সুজন ঘোষ, প্রাক্তন চেয়ারম্যান সালামতুল্ল্যা গাজী, সমাজ সেবক সখিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরদার আমজাদ হোসেন, সমাজ সেবক আবু রাহান তিতু সহ স্কুলের শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীদের অভিবাবকবৃন্দ উপস্থিত ছিলেন।