
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনিতে নবাগত এসিল্যান্ড হিসেবে যোগদান করেছেন ফয়সাল আহমেদ। রবিবার বিকালে তিনি তার নতুন কর্মস্থলে যোগদান করেন।
৩৮ তম বিসিএস ক্যাডার ফয়সাল আহমেদ কুষ্টিয়া দৌলতপুর উপজেলায় কর্মরত ছিলেন। তার জন্মস্থান ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায় চিকিৎসা জনিত কারণে বিদেশ থাকায় তিনি উপজেলা নির্বাহী অফিসারের (অতিরিক্ত) দায়িত্বও পালন করছেন। আশাশুনিতে দীর্ঘদিন এসিল্যান্ডের পদ শূন্য থাকায় অফিসের কাজে ভোগান্তি চলছিল। যোগদানকালে এসিল্যান্ড অফিসের ক্যাশিয়ার শাহিনুর ইসলাম, সার্ভেয়ার মোস্তাফিজুর রহমান সহ বিভিন্ন ইউনিয়নের ভূমি সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।