
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপকূল মানুষের কর্মসংস্থানের জন্য শ্যামনগরে মিনি গার্মেন্টস তৈরি করলেন উদ্দ্যোক্তা ডাক্তার জিএম হুমায়ুন কবীর ও ইয়াছিন আলী ৷ শ্যামনগরে কর্মসংস্থান নিয়ে টালমাটাল এ অঞ্চলের মানুষ ৷ সংসার চালাতে হিমশিম খাচ্ছে প্রতিনিয়ত ৷ দিন দিন বেড়েই চলেছে ঋণ ৷ জড়িয়ে পড়ছে সুদের সাথে ৷ একেবারে গরীব মানুষের আস্থা ৬ মাস ইটভাটা আর বাকি ৬ মাস সুন্দরবনের উপর নির্ভর ৷ কিন্তু ইটভাটায় প্রতিনিয়ত হচ্ছে হয়রানি শিকার সহ বেড়ে চলেছে নির্যাতনের সংখ্যা ৷ ইটভাটায় কাজ করা শ্রমিকদের ওপর অত্যাচার-নির্যাতন চালানো, শ্রমিকদের জিম্মি করে ভাটায় কাজ করানোসহ ঠিকমতো মজুরি না দেওয়া, শ্রমিকেরা ন্যায্য পাওনা চাইলে খারাপ আচরণসহ মারধর করা সহ দূরদূরান্তে যাওয়া ইটভাটার শ্রমিকদের প্রাণনাশের হুমকি দিয়ে তাঁদের জিম্মি করে রাখা ইত্যাদির শিকার হয়ে থাকে ৷
অন্যদিকে ১/২মাস পর পর সুন্দরবন বন্ধের কারণে চরম ভোগান্তির শিকার এ অঞ্চলের মানুষ ৷ সংসারের পুরুষের একার ক্ষেত্রে উর্পাজন করে জীবিকা নির্বাহ করা দায় হয়ে পড়ায় পাশাপাশি নারীরাও বিভিন্ন ক্ষেত্রে এখন এগিয়ে আসছে ৷ তারই প্রেক্ষিতে উপকূল মানুষের কথা চিন্তা করে ২৫ জন শ্রমিক নিয়ে প্রশিক্ষণের জন্য প্রতিদিন নেট ব্যাগ ও প্লাস্টিক ব্যাগ তৈরির কাজ শুরু করেছেন ডাক্তার জিএম হুমায়ুন কবীর ও ইয়াছিন আলী ৷ ডাক্তার জিএম হুমায়ুন কবীর বাজার সংলগ্ন নিজের ভিটার উপর একটি ভবন নির্মানের কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছেন ৷ যেখানে ৪শ শ্রমিক নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে ৷
প্রতিষ্ঠান পরিচালক ডাক্তার জিএম হুমায়ুন কবীর বলেন, গার্মেন্টস কর্মী ইয়াছিন আলীর উৎসাহে উপকূলের বেকারত্ব দূর করার কথা চিন্তা করে তিনি মিনি গার্মেন্টসটি জুন ২০২৫ থেকে শুরু করেছি ৷ আমাদের পরিকল্পনা রয়েছে ঢাকা থেকে বিভিন্ন জিন্স প্যান্টের কাজ নিয়ে আমরা কাটিং, সেলাই করে সম্পন্ন করে তাদেরকে দিবো ৷ আমাদের কাটিং মাষ্টার রয়েছে কিন্তু এইসব কর্মীদের প্রশিক্ষণ প্রাপ্ত ট্রেনার দ্বারা প্রশিক্ষণের ব্যবস্থা খুবই জরুরি ৷ বর্তমানে আমরা জাল ব্যাগ ও প্লাস্টিকের বাজারের ব্যাগ তৈরি করছি ৷ যেগুলো স্থানীয় বাজারজাত করছি ৷ খুবই কমদামে, ভালোমানের ব্যাগ আমরা বাজারজাত করতে পারছি ৷
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি খাতুন বলেন, আমরা বিভিন্ন দপ্তর থেকে উপজেলা ব্যাপি উন্মুক্তভাবে মহিলাদের আবেদনের মাধ্যমে প্রশিক্ষন ৷ তবে এ ক্ষেত্রে তারা আবেদন করতে পারে ৷ পরবর্তী ধাপে তারা প্রশিক্ষনের আওতায় আসবে ৷