
জি এম মুজিবুর রহমান, আশাশুনি: আশাশুনির খাজরা ইউনিয়ন ভূমি অফিস পূর্বের স্থানে নিজস্ব জমিতে নির্মানের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বিকাল ৫.৩০ টায় দক্ষিণ গদাইপুর গ্রামে কাছারী বাড়ী বাজারে মেইন সড়কে দানববন্ধন করা হয়।
এলাকাবাসীর আয়োজনে, মনববন্ধন চলাকালে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আঃ লতিফের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক মেম্বর খোকন খা, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাওঃ আঃ রশিদ, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার এবাদুল মোল্যা, অবঃ শিক্ষক বীর মুক্তিযোদ্ধা রইচ উদ্দীন, রবীন্দ্র নাথ সানা, জামাত নেতা আঃ হামিদ, ৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি আলহাজ্ব এনামুল হক, সার্ভেয়ার ও কবি সিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাগণ জানান, বৃটিশ আমলে গদাইপুর কাছারীবাড়িতে ভূমি অফিস ছিল। এখানে ১নং খতিয়ানে ১০৭৬ হাল দাগে ৬১ শতক জমি রেকর্ড আছে। ১৯৮৮ সালে ঝড়ে ভূমি অফিস বিধ্বস্থ হলে বিভিন্ন বাড়িতে অফিস চলতো। তৎকালীন ইউপি চেয়ারম্যান মরহুম মোবারক আলী তার সময়ে জন মতের বিপক্ষে গিয়ে ক্ষমতার জোরে ভূমি অফিস স্থানান্তর করেন। সরকারি ভাবে ভূমি অফিসের নতুন ভবন নির্মানে বরাদ্দ হয়েছে। ভূমি অফিসের জমিতে অফিস নির্মানের তোড়জোড় চলছিল। অথচ ষড়যন্ত্রকারীরা ৯টি ওয়ার্ডের মধ্যে ৬ ওয়ার্ডের জনগনের প্রাণের দাবী উপেক্ষা করে বিরোধীতা শুরু করেছে। তারা মানববন্ধনের নামে অপপ্রচার করছে। ইউনিয়ন ভূমি কর্মকর্তার সঠিক তথ্য প্রদানে প্রতিরোধ সৃষ্টির হীন স্বার্থে কাজ করছে। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে বদলীর দাবী জানিয়েছে। তারা বলেন, নায়েব সাহেব একজন সৎ ও হাজী মানুষ। তাকে মিথ্যা অভিযোগ আরোপ করে হেনস্থা ও সম্মান হানি ঘটান হয়েছে। তারা আরও বলেন, উর্ধতন সরকারি কর্মকর্তাবৃন্দ সরেজমিন তদন্ত করেছেন। গদাইপুর কাছারী বাড়িতে ভূমি অফিস থাকার প্রমান ও জমি থাকার সত্যতা পান। এখানেই অফিস নির্মান হবে এমন আভাষ দিয়ে আশ্বস্থ করা হয়। আমরা ভূমি অফিসের নির্দিষ্ট স্থানে ও খাস জমিতে অফিস নির্মানের জোর দাবী জানিয়ে বলেন, কাছারিবাড়ী ইউনিয়নের মিডিল স্থান। এখানে অফিস নির্মীত হলে ৬ ওয়ার্ডের পাশাপাশি বাকী ৩ ওয়ার্ডের মানুষ অফিসের কাজ শেষে সহজে উপজেলায় যেতে পারবে।