
জি এম মুজিবুর রহমান, আশাশুনি: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও ইসলামী ছাত্র আন্দোলন শ্যামনগর উপজেলা শাখার সাবেক সভাপতি এসএম মোস্তফা আল মামুন আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে গণসংযোগ করেছেন। শনিবার দুপুরে গণসংযোগকালে স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গণসংযোগ চলাকালে এসএম মোস্তফা আল মামুন বলেন, দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক সংকট নিরসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বদা জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষের কল্যাণে রাজনীতিকে কাজে লাগানোই আমাদের মূল লক্ষ্য। গণসংযোগ শেষে উপস্থিত রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সাথে আগামী দিনগুলোতে ইসলামী আন্দোলনের কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।