
ইংরেজি ২২-0৮-২০২৫ তারিখে প্রকাশিত *দৈনিক পত্রদূত* সহ কিছু স্থানীয় সংবাদপত্রে কালিগঞ্জের ব্যবসায়ী উৎপল কুমার ঘোষ ও রিডা হাসপাতালের পরিচালকের বিরুদ্ধে ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এসব প্রতিবেদনে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং বাস্তবতার সাথে কোনোরূপ সামঞ্জস্যপূর্ণ নয়।
প্রথমেই স্পষ্ট করে বলা প্রয়োজন, রিডা হাসপাতাল একটি বৈধ ও অনুমোদিত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। এটি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হলো সাধারণ জনগণকে সাশ্রয়ী খরচে উন্নত চিকিৎসা সেবা দেওয়া। প্রতিষ্ঠালগ্ন থেকেই হাসপাতালটি গরিব, অসহায় ও দরিদ্র মানুষদের পাশে থেকে স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অথচ হাসপাতালের এই ইতিবাচক কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটি স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে।
সংবাদে উল্লেখিত “হাসপাতাল জবরদখল”, “অর্থ আত্মসাৎ” ইত্যাদি অভিযোগের কোনো প্রমাণ নেই এবং এগুলো সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। বাস্তবে হাসপাতালের সমস্ত কার্যক্রম আইনানুগভাবে পরিচালিত হচ্ছে। স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ এ বিষয়ে সুস্পষ্ট ধারণা রাখেন।
উল্লেখযোগ্য বিষয় হলো, যে ব্যক্তি বা মহল এই ভুয়া প্রতিবেদন প্রকাশ করেছে, তাদের উদ্দেশ্য একটাই—সমাজে বিভ্রান্তি ছড়ানো এবং একটি সুনামধন্য প্রতিষ্ঠানকে কলঙ্কিত ও আর্থিক ক্ষতি সাধন করা। জনগণকে বিভ্রান্ত করার জন্যই এসব অপপ্রচার চালানো হচ্ছে।
আমরা দৃঢ়ভাবে বলতে চাই, কালিগঞ্জের ব্যবসায়ী উৎপল কুমার ঘোষ ও রিডা হাসপাতালের পরিচালক জনাব মোঃ আব্দুলল্যাহ আল মামুন কোনো বেআইনি কর্মকাণ্ডে জড়িত নন। বরং তাঁরা স্থানীয় মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন সেবামূলক কাজের মাধ্যমে।
সুতরাং, আমরা উক্ত মিথ্যা ও বানোয়াট প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসাথে গণমাধ্যমকে অনুরোধ করছি—যাচাই-বাছাই ছাড়া কোনো সংবাদ প্রকাশ না করার জন্য, যাতে মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি না হয়।
পরিশেষে বলা যায়, রিডা হাসপাতাল সর্বদা মানুষের পাশে থেকে স্বাস্থ্যসেবায় কাজ করে যাবে এবং যেকোনো ষড়যন্ত্রমূলক অপপ্রচার জনগণ কখনোই বিশ্বাস করবে না। সত্য সবসময় জয়ী হবে, মিথ্যা মুখ থুবড়ে পড়বে।
প্রতিবাদকারী:
মোঃ আব্দুলল্যাহ আল মামুন
ফাউন্ডার এন্ড সিইও
রিডা হাসপাতাল কালিগঞ্জ।