
নিজস্ব প্রতিবেদক:
কালিগঞ্জে নিরাপদ মৎস্য পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ উপ-প্রকল্পের আওতায় মৎস্য চাষীদের মাটি ও পানির পরীক্ষা উদ্বুদ্ধকরণে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ আগস্ট) নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) এর আয়োজনে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় কালীগঞ্জ উপজেলার কুশুলিয়া তুলাকাটি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত Rural Microenterprise Transformation Project (RMTP) এর নিরাপদ মৎস্য পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ উপ-প্রকল্পের আওতায় মৎস্য চাষীদের মাটি ও পানি পরীক্ষা উদ্বুদ্ধকরণে অনুষ্ঠিত ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা তোকির আহমেদ। উক্ত ক্যাম্পেইনে উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা বৃন্দ, স্থানীয় মৎস্য চাষী এবং গ্রুপের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত ক্যাম্পেইনে মৎস্য চাষীদের নিরাপদ মৎস্য চাষ করার জন্য মাটি ও পানির পরীক্ষা করার বিষয়ে উদ্বুদ্ধ করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। উল্লেখ্য যে, নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশন RMTP সহ আর বিভিন্ন প্রজেক্ট এর মাধ্যমে অত্র অঞ্চলের ক্ষুদ্র উদ্যোক্তা ও মৎস্য চাষীদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই প্রজেক্টের আর্থিক ও কারিগরি সহায়তায় রয়েছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন।