
নিজস্ব প্রতিনিধি: নলতায় মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন তথ্য কর্ণার এবং প্রবাসী কল্যাণ ডেক্স শুভ উদ্বোধন করেছেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুজা মণ্ডল। বুধবার (১৩ আগস্ট) সকাল ১০ ঘটিকায় কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন পরিষদে সুইজারল্যাণ্ড সরকারের অর্থায়নে ও উইনরক ইন্টারন্যাশনাল-এর বাস্তবায়নে এবং রুপান্তর এর আয়োজনে এ ডেক্স এর শুভ উদ্বোধন করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন নলতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, নলতা ইউনিয়ন পরিষদ সচিব শহিদুল আলম মৃধা, রেডিও নলতার স্টেশন ম্যানেজার মামুন হোসেন, টেকনিক্যাল অফিসার রবিউল ইসলাম, দেশ টিভির সাতক্ষীরা প্রতিনীধি শরিফুল্লাহ কায়সার সুমন, কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য পরিদর্শক প্রশান্ত কুমার, রুপান্তর আশ^াস প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সুবল কুমার ঘোষ, প্রোগ্রাম অফিসার দীপ্তি রায়, কমিউনিটি ফ্যাসিলিটেটর কুমারেশ মণ্ডল, এমজেএফ নির্বাহী প্রধান আজহারুল ইসলাম, নলতা ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ, ইউনিয়ন আনসার ভিডিপি দলনেতা পরিমল সরকার, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। সংলাপ অনুষ্ঠানটি পরিচালনা করেন নলতা ইউনিয়ন পরিষদের উদ্দোক্তা শিমুল হোসেন। সংলাপ অনুষ্ঠানে নলতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রথমেই মানব পাচার প্রতিরোধ বিষয়ে সুচনা বক্তব্য রাখেন। তিনি বলেন আমাদের সমাজে প্রতিনিয়ত মানুষ বিভিন্ন ভাবে প্রতারক বা দালালের ফাঁদে পড়ে নি:স্ব^ হচ্ছে এবং নির্যাতনের শিকার হচ্ছেন। তিনি বলেন, আমরা সমাজের সর্বস্তরের মানুষ এখানে উপস্থিত আছি আমরা সকলে মিলে এই ধরনের সামাজিক ব্যাধি দূর করতে চাই। আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে প্রতি সপ্তাহে একদিন নিরাপদ অভিবাসন তথ্য কর্ণার এবং প্রবাসী কল্যাণ ডেক্স এর মাধ্যমে সাধারণ জনগণ তথ্য উপাত্ত পেয়ে উপকৃত হবে। এরপর রুপান্তর আশ^াস প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সুবল কুমার ঘোষ তার বক্তব্যে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন তথ্য কর্ণার এবং প্রবাসী কল্যাণ ডেক্সসহ উক্ত প্রকল্পের সার্বিক কার্যক্রম সর্ম্পকে আমন্ত্রিত অতিথীবৃন্দকে অবহিত করেন। এরপর উন্মুক্ত আলোচনা পর্বে রেডিও নলতার স্টেশন ম্যানেজার মামুন হোসেন বলেন একমাত্র জনসচেতনতার মাধ্যমেই কেবল সম্ভব মানব পাচারের মতো ঘৃনিত জঘন্য কর্মকাণ্ড সর্ম্পকে মানুষের মধ্যে সচেতনতাবোধ জাগ্রতকরণ।তিনি আরও বলেন মানব পাচার প্রতিরোধে সরকারি সকল তথ্য উপাত্ত বিশেষ করে জেলা জনশক্তি কর্মসংস্থান কর্তৃক সকল সচেতনতামুলকবার্তাসহ রেডিও নলতা বিভিন্ন কার্যক্রম পালন করে যাচ্ছে এগুলোর মধ্যে আছে, পিএসএ, নাটক, টকশো, আলোচনা, উঠান বৈঠক ইত্যাদি। সবশেষে তিনি মানবপাচার প্রতিরোধে যুবসমাজের পাশাপাশি সকলকে উদ্বুদ্ধ হওয়ার আহবান জানান এবং এই ধরনের সচেতনতামূলক কর্মকাণ্ডে রেডিও নলতা সবসময় পাশে থাকবে বলে দৃড় প্রতিজ্ঞা করেন। সংলাপ অনুষ্ঠানে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল বলেন মানব পাচার প্রতিরোধে স্থানীয় ইউনিয়ন পরিষদ গুরুত্বপূর্ন ভূমিকা পালন করতে পারে। তিনি বলেন, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে একজন করে ইউপি সদস্য আছেন,এছাড়া শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি সবার মাধ্যম দিয়ে এই ধরনের কার্যক্রমগুলো প্রতিরোধ করা সম্ভব। নলতা ইউনিয়ন পরিষদে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন তথ্য কর্ণার এবং প্রবাসী কল্যাণ ডেক্স স্থাপনের জন্য নলতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান ও দাতা সংস্থাসহ রুপান্তরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সংলাপ অনুষ্ঠান শেষে তিনি ফিতা কেটে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন তথ্য কর্ণার এবং প্রবাসী কল্যাণ ডেক্স এর শুভ উদ্বোধন ঘোষনা করেন।