
সিরাজুল ইসলাম/আমজাদ হোসেন মিঠু, শ্যামনগর ব্যুরো: শ্যামনগর উপজেলা সদরে এক বাড়ীতে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলা সদর ইউনিয়নের বাদঘাটা গ্রামের মহিলা ইউপি সদস্য দেলোয়ারা বেগমের বাড়ী সংলগ্ন মাকছুদুলের বাড়ীতে চুরির ঘটনা ঘটে।
বাড়ীর মালিক জানায়, ঘটনার রাতে বাড়ীতে কেউ না থাকার সুযোগে সংঘবদ্ধ চোরের দল ঘরের গ্রিল কেটে আলমারিতে রাখা নগদ ৪৫ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়। শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা চুরির সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য শ্যামনগর উপজোর সদরে একটি সংঘবদ্ধ চোরের দল দীর্ঘদিন এলাকায় বিভিন্ন বাড়ীতে চুরি করে ধরা পড়লেও আইনী ফাঁক ফোকড়ে বেরিয়ে পুনঃরায় ওই কাজে লিপ্ত হয়। একটি প্রভাবশালী মহল ওই গুষ্টিকে মদদ দিয়ে আসছে। এমন অভিযোগ স্থানীয়দের মাঝে। প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেই মুখ খুলতে সাহষ পায় না। দীর্ঘদিন বিরত থাকার পর চোরের দলটি পুনঃরায় মাথা চাড়া দিয়ে উঠার ঘটনায় সর্ব মহলে আতঙ্ক বিরাজ করছে।