
নব কুমার দে (তালা থেকে) :
সাতক্ষীরা জেলার তালা উপজেলার কুমিরা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) রাত ৮ টায় কুমিরা বাস স্ট্যান্ড নিউ মার্কেটে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সাধারন সভায় জামায়াতের আমীর মাষ্টার আব্দুল কুদ্দুস (বকুল) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (তালা- কলারোয়া ১) আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ।
কুমিরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী তরিকুল ইসলামের পরিচালনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা জাকির হোসেন, তালা উপজেলা পেশাজীবি বিভাগের সেক্রেটারি হাফেজ শাহ আলম, ৬নং ওয়ার্ড আমীর আব্দুল লতিফ, সেক্রেটারি আজিজুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, জমায়াত ইসলামী ক্ষমতায় গেলে সকল পেশা শ্রেণির মানুষ সুখে শান্তিতে থাকবে। জামায়াতে কর্মীরা সকল মানুষের সাথে ভালো আচরণের মাধ্যমে তাদের আস্থা অর্জন করতে হবে। এজন্য তালা কলারোয়ার প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ কে বিজয়ী করতে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করতে হবে।