
আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার দরগাহপুর টু বাঁকা বাজার ব্রীজের দুই প্রান্তের অবস্থা খুবই করুন ও ভয়াবহ হয়ে পড়েছে। সংযোগ সড়ক ভেঙ্গে গভীর খাদের সৃষ্টি হওয়ায় ব্রীজ পারাপারকারীরা ঝুঁকি নিয়ে যাতয়াত করছে।
দরগাহপুর ও বাঁকা বাজার সংযোগকারী ব্রীজটির দুই পাশে ভাঙ্গনের কারনে যানবাহন ও পথচারী ব্রীজ পারাপারে হুমকীতে রয়েছে।এখানে প্রতিনিয়ত ঘটছে ছোটখাট দুর্ঘটনা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌছেছে যে যেকোন সময় দুপারের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।
ভাঙ্গন সৃষ্টির প্রায় ২ মাস পর যশোর পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে ব্রিজের দুই পাড়ে জিও ব্যাগ ফেলে যেনতেন ভাবে কাজ করা হয়েছিল। এলাকার মানুষ ভালভাবে কাজ করার দাবী জানালেও কর্ণপাত করা হয়নি। সরকারি অর্থ ব্যয়ে অপরিকল্পিত ও দায়সারা ভাবে দুই পাড় রক্ষা করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু ভাঙ্গন রক্ষা করা যায়নি। ফলে ব্রীজটি নিয়ে এলাকার মানুষ চরম সংশয়ে রয়েছে। তারা চিন্তিত হয়ে পড়েছে এই ভেবে যে, হয়তো দ্রুতই তারা ব্রীজের যোগাযোগ থেকে বঞ্চিত হতে চলেছে। এলাকাবাসীর দাবী, উর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থান পরিদর্শন করে জনস্বার্থে, বিশেষ করে দুই জেলা খুলনা ও সাতক্ষীরাগামী মানুষের ভোগান্তি লাঘব করতে এই ব্যস্ততম সড়কের উভয় পাড় সংস্কার ও ব্রিজটির পুনঃ নির্মাণে পদক্ষেপ গ্রহন করা হোক।