
তালা অফিস থেকে নজরুল ইসলামঃ
তালায় উপজেলা বিএনপির সদস্য নবায়ন ও ফরম বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন,বিএনপির নেতৃত্বে আগামী দিলে সরকার গঠন করতে পারলে সুখী, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে সর্বদা সচেষ্ট থাকবে এবং বিশ^ দরবারে বাংলাদেশ মাথা উচু করে দাঁড়াতে সক্ষম হবে।শুক্রবার বিকেলে তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে তালা উপজেলা বিএনপি আয়োজিত সদস্য নবায়ন ও ফরম বিতরন অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
সাতক্ষীরা ১ আসনের টিম প্রধান ও জেলা বিএনপির সি.যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদির সভাপতিত্বে ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সি.সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফির সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, মির্জা আতিয়ার রহমান, স.ম ইয়াছিন উল্লাহ, সাবেক ইউপি চেয়ারম্যান মহব্বত আলী সরদার, এস.এম লিয়াকত হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সাইদ সহ ১২ ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।