
স্টাফ রিপোর্টার: দেবহাটার পারুলিয়া ৮ দলীয় ফুটবল টুনামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) পারুলিয়া গরুহাট মাঠে পল্লী উন্নয়ন সমিতির আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনীয় খেলায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা বিএনপি সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান গোলাম ফারুক বাবু। পল্লী উন্নয়ন সমিতির সভাপতি বায়েজিদ বোস্তামী উজ্জলের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন দেবহাটা কলেজের প্রভাষক ও সংগঠনের সাধারণ সম্পাদক সাইদ পারভেজ। উদ্বোধনীয় খেলায় একদিকে ঈশ্বরীপুর ইউনিয়ন ফুটবল একাদশ দল এবং অপর দিকে পারুলিয়ার খেজুরবাড়িয়া ফুটবল একাদশ দল অংশ নেন। খেলার নির্ধারিত সময়ে উভয় দল ১/১ গোল করে। পরে টাইব্রেকারে ৪/১ গোলে ঈশ্বরীপুর ইউনিয়ন ফুটবল একাদশ জয়লাভ করে।