দেবহাটা ব্যুরো: দেবহাটায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত ৪ আসামীকে আটক করেছে পুলিশ। দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহার দিকনির্দেশনায় বুধবার সকাল থেকে বৃহষ্পতিবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী, এসআই শ্যামা প্রসাদ রায় ও এসআই আব্দুল জব্বার তাদেরকে আটক করেন। আটককৃতরা হলেন, জিআর ৪৯/১৫(দেব:) মামলার আসামী দেবহাটার ঘলঘলিয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে আমিরুল ইসলাম, সিআর-৮৪/১৭ মামলার আসামী দেবহাটা সদরের আব্দুল কাদেরের ছেলে ফারুক হোসেন, সিআর-১৮৪/১৭(কালী:) মামলার আসামী দেবহাটা সদরের মৃত হায়দার গাজীর ছেলে বেল্লাল হোসেন ও সিআর-৫২/১৪ মামলার আসামী দেবহাটার পাঁচপোতা গ্রামের রজব আলীর ছেলে শহিদুল ইসলাম। গ্রেপ্তারকৃত আসামীদের বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
দেবহাটায় পুলিশের অভিযানে ৪ আসামী আটক
পূর্ববর্তী পোস্ট