
আশাশুনি ব্যুরো : আশাশুনিতে উপজেলা পর্যায়ে যুব নেটওয়ার্ক প্রতিষ্ঠার লক্ষ্যে জলবায়ু এবং জেন্ডার ন্যায্যতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় আশাশুনি স্পিরিট-কল প্রকল্প অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অক্সফ্যাম ইন বাংলাদেশ ও অস্ট্রেলিয়ান এইড এর সহযোগিতায় ব্রেকিং দ্যা সাইলেন্স এর আয়োজনে ব্লু ইকোনমিক এ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্রেকিং দ্যা সাইলেন্সের উপজেলা ইয়ুথ লিডার আশরাফ হোসেন। বক্তব্য রাখেন প্রকল্প কর্মকর্তা আব্দুল খালেক, ফিল্ড অফিসার সালমা পারভীন,
উপজেলা কো-অর্ডিনেটর দ্বীপ রঞ্জন বিশ্বাস প্রমুখ। সভায় নারীবান্ধব যুব নেটওয়ার্ক কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা এবং ত্রৈমাসিক কর্মপরিকল্পনা করা হয়।