
আশাশুনি ব্যুরো : আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা করে অপদ্রব্য পুষকৃত ৪৫০ কেজি চিংড়ী মাছ জব্দ করা হয়েছে। জব্দকৃত মাছের মধ্যে জেলি পুশ করা ১৫৫ কেজি বাগদা চিংড়ি আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে এবং বাকী ৩০০ কেজি মাছ বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। রবিবার শ্রীউলা ইউনিয়নের বুড়াখারাটিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
আশাশুনিতে কর্মরত সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার লেঃ মোঃ লাবীব এর উপস্থিতিতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। বুড়াখারাটি গ্রামের ২ টি ঘরের মধ্যে বাগদা ও গলদা চিংড়িতে জেলি সহ অন্য অপদ্রব্য পুশ করার সময় সিরিঞ্জ, মেডিসিন ও বিভিন্ন আলামতসহ মাছগুলো জব্দ করা হয়। পরে জেলি পুশকরা ১৫৫ কেজি চিংড়ী প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। বাকী খাবার উপযোগি জব্দকৃত ৩০০ কেজি চিংড়ী মাছ বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য বিতরন করা হয়।