
কামরুল হাসান: দৈনিক ইনকিলাবের কলারোয়া উপজেলা সংবাদদাতা সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট আব্দুল হামিদ এঁর দাফন সম্পন্ন হয়েছে। শনিবার দুপুর ২টায় সোনাবাড়িয়ায় মরহুম সাংবাদিক আব্দুল হামিদের বাড়ির পার্শ্ববর্তী আমবাগানে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পূর্ব আলোচনায় উপস্থিত থেকে বক্তব্য দেন বিএনপির প্রকাশনা সম্পাদক, তালা-কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আ. রশিদ মিয়া, বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান এসএম সহিদুল ইসলাম, ইউনিয়ন জামায়তের আমির শিক্ষক গোলাম কবির, বিএনপি নেতা আব্দুল হামিদ, কলারোয়া থানা মসজিদের খতিব প্রভাষক মাওলানা আসাদুজ্জামান ফারুকী, মরহুমের ছোটভাই শিক্ষক আব্দুল আজিজ বাবু।
প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুলের পরিচালনায় জানাজা পূর্ব আলোচনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন
বিএনপি নেতা সাবেক অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক, বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, বিএনপি নেতা উপজেলা যুবদলের সাবেক সভাপতি শেখ আব্দুল কাদের বাচ্চু, পৌর বিএনপির সাবেক সহ সভাপতি আখলাকুর রহমান শেলী, সাংবাদিক সাইফুল্যাহ আজাদ, এস এম জাকির হোসেন, খোরশেদ আলম, আব্দুল আলিম, শিক্ষক সালাহউদ্দিন, স্থানীয় যুবদল নেতা মোখলেছুর রহমান, মিলন, তাহেরুল ইসলাম, সাহাঙ্গীর, রাজু, খোরশেদ, হাফিজুল ইসলাম প্রমুখ। জানাজা নামাজ পরিচালনা করেন শিক্ষক মাওলানা জসীম উদ্দিন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
উল্লেখ্য, দৈনিক ইনকিলাবের কলারোয়া সংবাদদাতা সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট আব্দুল হামিদ(৭০) শনিবার সকাল আনুমানিক ৮ টার সময় মৃত্যুবরণ করেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন শারীরিকভাবে অসুস্থ ছিলেন। শনিবার সকালে বেশি অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল নেওয়া হয়। সেখানে অবস্থা খারাপ হলে মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১পুত্র, ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।