
নিজস্ব প্রতিবেদক: তালা উপজেলার খলিষখালীতে এক ব্যাবসায়ীর মৎস ঘের দখলের অভিযোগ উঠেছে স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিকার চেয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ সংক্লিষ্ট দপ্তরে অভিযোগ করেছেন ভুক্তভোগী মীর আসাদুজ্জামান।আসাদুজ্জামান কুমিরা এলাকার গোলাম মোর্তজার ছেলে। সোমবার সকালে উপজেলার খলিষখালী ইউনিয়নে হাসখালী নামক স্থানে জবর দখলের ঘটনাটি ঘটে। ভুক্তভোগী আসাদুজ্জামান জানান,খলিষখালীর গাছা এলাকায় ২৪২৪,২৪২৫ ২৪২৭ ২৪২৮,৯১৩,৯১৭, ৯২৩ দাগে ১৯একর ৬৪শতক সম্পত্তিতে একটি মৎস ঘের রয়েছে। তিনি প্রায় ৩০বছর ধরে ভোগদখল করে সেখানে মৎস চাষ করে আসছেন। বর্তমানে চাঁদাকাটি এলাকার সিরাজুল নামে এক ব্যাক্তি জাল দলিল সৃষ্টি করে ভারাটে সন্ত্রাসী নিয়ে তার সম্পত্তি দখলের পাঁয়তার চালাচ্ছে দীর্ঘদিন যাবৎ।এরই জের ধরে সোমবার সকালে সিরাজুলের নেতৃত্বে একদল সন্ত্রাসীরা তার মৎস ঘেরে বাঁধ দিতে যায়। এসময় তিনি বাধা দিতে গেলে তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ খুন জখমের হুমকি দেয় বলে অভিযোগ করেন তিনি। পরে তিনি সাতক্ষীরা জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ করেছেন। তিনি আরো জানান,এই সম্পত্তিতে নিয়ে উচ্চ আদালত সহ সাতক্ষীরা অতিরিক্ত ম্যাজিট্রেড আদালতে মামলা করেছেন। মামলা গুলো বর্তমানে চলামান করছে।এছাড়া উচ্চ আদলত থেকে বিবাদীদের বিরুদ্ধে নিশেধজ্ঞা আছে তবে তারা কিছুই মানছেনা। এ বিষয়ে সিরাজুল ইসলাম জানান,ওই সম্পত্তি আসাদের বোন দের কাছ থেকে আমি কিনেছি। আমার জমিতে আমি গিয়েছি সেখানে কোন হামলা বা মারপিটে ঘটনা কখনও ঘটেনি। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি)মাইনুদ্দীন জানান,ঘটনাটি তিনি শুনেছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।