# পাটকেলঘাটায় ছাত্রদল নেতাদের সন্ত্রাসী হামলা
# হামলাকারীদের পক্ষ নিলেন পাটকেলঘাটা থানার ওসি মাইনুদ্দীন
নিজস্ব প্রতিবেদক: ইফটিজিংয়ের প্রতিবাদ করায় বেধড়ক মারপিটের শিকার হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। সোমবার রাতে পাটকেলঘাটা বাজারে ঘটনাটি ঘটে। এ ঘটনায় স্থানীয় প্রশাসন হামলাকারীদের পক্ষ নেওয়ায় ইফটিজিংয়ের শিকার পরিবারটি হুমকির মুখে।
প্রত্যক্ষদর্শী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক বড়বিলা গ্রামের হায়দার আলীর ছেলে মো.জাহিদুল ইসলাম সাতনদীকে জানান,গত ২৫ ডিসেম্বর নবম শ্রেনিতে পড়ুয়া আপন ভাইজি তার বান্ধবির বাড়ি ভারশা গ্রামে যাওয়ার পথে ইফটিজিংয়ের শিকার হয়। ওই সময় আকাশ ও আলমগীর নামের ছাত্রদলের বকাটে কর্মীরা তাকে কু প্রস্তাব দেয়। এতে আমার ভাইজি প্রতিবাদ করায় তাকে গালিগালাজ সহ অশ্লিল ভাষা প্রয়োগ করে। এ ঘটনা ভাইজির মুখে শোনার পরে আমি প্রতিবাদ করি। পরে আকাশ ও আলমগীরকে পাটকেলঘাটা থানা ছাত্রদলের শীর্ষনেতারা শেল্টার দেয়।এমনি কি স্থানীয় থানার ওসিও ঘটনাটি মিটিয়ে নেওয়ার জন্য থানায় যেতে বলেন।
থানায় গিয়ে ঘটনাটি মিটিয়ে না নেওয়ার জেরে গত সোমবার (৩০ ডিসেম্বর) রাত ১১টা ৫০ মিনিটে মোবাইল ফোনে বহিষ্কৃত থানা ছাএদল নেতা রিজভী আহমেদ বিষয়টি মিটিয়ে নিতে আমাকে পাটকেলঘাটা বাজারে বাবলু মার্কেট এ ডাকে।সেখানে যাওয়ার পর তারা আমাকে পার্শবর্তী হাইস্কুলের পিছনে নিয়ে যায়।সেখানে যাওয়া মাএই লাঠিশোটা নিয়ে আমার উপর হামলা চালায় ইফটিজিংকারী আকাশ ,আলমগীর,ইমরান ও জাহাঙ্গীর। সেখানে উপস্থিত ছাএদল নেতা রিজভী,আবির ,শিমুল,সিরাজ ও রাজু হামলার ইন্ধন জোগায়। নিকটে বাবলু মার্কেট এ উপস্থিত বৈষম্যবিরোধী আন্দোলনের ১৫/২০ জন নেতাকর্মীরা এগিয়ে আসলে তাদেরকেও হামলাকারীরা বেধড়ক পেটায়।এতে আহত হয়ে স্থানীয় স্বাগত ক্লিনিক স্বাগতায় আমি সহ মাহফুজ খান,ওসমান গণি,মিঠু,ফয়সাল,জনি ও হৃদয় চিকিৎসা নেই।এদিকে হামলার খবর শুনে পাটকেলঘাটা থানার ওসি স্বাগত ক্লিনিকে এসে আহতের দেখে মামলা না করে থানায় গিয়ে বিষয়টি মিটিয়ে নেওয়ার পরামর্শ দিয়ে চলে যান।একই সময় স্থানীয় বড়ভাই মিঠু ও বিষয়টি মিটিয়ে নেওয়ার পরামর্শ দেন।
হামলাকারীরা সকলেই ছাএদলের বহিষ্কৃত কিম্বা পদধারী উল্লেখ করে জাহিদুল সাতনদীকে জানান,কাশিপুর গ্রামের শাহাজান আলীর ছেলে ও সরুলিয়া ইউনিয়ন ছাএদলের সভাপতি শিমুল, দায়পাড়া গ্রামের মাজেদের ছেলে পাটকেলঘাটা হারুন অর রশিদ কলেজের সাধারণ সম্পাদক মিরাজসহ হামলাকারীদের হুমকির মুখে এখন তার পরিবারসহ বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মী যারা হামলার শিকার হয়েছে।
এ বিষয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুদ্দীন সাতনদীকে জানান,আইন হাতে তুলে ন্ওেয়ায় হামলার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে তালা উপজেলা থেকে সমন্ময়করা এসে শালিশ করেছে। বিষয়টি আগামীকাল মিমাংশা হবে।