দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় গরীব, মেধাবী শিক্ষার্থীদের বাইসাইকেল, প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও শিল্পকলা একাডেমির বিনোদন সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ অনুষ্ঠিত হয়। কর্মসূচির উদ্বোধন করেন মাননীয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় উপদেষ্টার একান্ত সচিব আবুল হাসান। এ সময় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামানের সভাপতিত্বে সমাজসেবা অফিসার অধীর কুমার গাইনের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী, যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান মুকুল, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, সখিপুর ফাজিল মাদ্রসা অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলী, উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক রাজিব আহম্মেদ, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোনায়েম হোসেন, পারুলিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন হিরা সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রতিবন্ধীদের ৫টি হুইল চেয়ার, গরীব, মেধাবী শিক্ষার্থীদের ৬টি বাইসাইকেল ও শিল্পকলা একাডেমির বিনোদনের ঢোল, তবলা, হারমনি, বই সহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়।