বিশেষ প্রতিনিধি, শ্যামনগর: সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়ন বিএনপি সভাপতি শহিদুজ্জামানের দখলবাজীর খবর একের পর এক প্রকাশিত হচ্ছে। দিন দিন বেপরোয়া হয়ে উঠেছেন শহিদুজ্জামান। বাজারের পেরিফেরির জায়গা দখলের অভিযোগ উঠেছে তার নামে। তার দখলবাজী কু-কর্মের শেষ কোথায়? এমন প্রশ্ন জনমনে। সাতনদীর অনুসন্ধানে বেরিয়ে এসেছে বিএনপি নেতা শহিদুজ্জামান ভেটখালী বাজারটি পেরিফেরির জায়গা হলেও ১২/১৪ দোকানের পজিশন তিনি ভোগদখল করেন। এসব দোকান নামে-বেনামে তার দখলে রেখে অবৈধ ভাবে নিজেই ভাড়া দিয়ে নিজের কওে ভোগদখল করে খাচ্ছেন। প্রকৃত ব্যবসায়ীদের পেরিফেরির দোকানসমূহ বরাদ্দ ও বন্দোবস্তো পাওয়ার কথা থাকলেও ভেটখালী বাজারের চিত্র ভিন্ন। শহিদুজ্জামান ব্যবসায়ী না হয়েও নিজের দখলে রেখেছেন অসংখ্য দোকান। সরাসরি ব্যবসায়ী না হয়েও ১৩/১৪টি দোকানের জায়গা ভোগ দখল করছেন তার নিজের কিছু লোক। অনুসন্ধানে আরো জানা গেছে, ৫ই আগষ্টের পর কালিঞ্চি এলাকার আওয়ামীলীগ নেতা গফফার তরফদারের ২ টা বড় বড়গরু নিজের বাহিনী দিয়ে রাএে চুরি করিয়ে কৈখালী ইউনিয়নে এনে গোপন করে রাখে।
এরপর তার নিজের লোক দিয়ে গফফার তরফদারের জামাই কে বলে শহিদের কাছে জানাও তোমার গরু পয়দা করে বাহির করে দেবে। সেইমত শহিদ বললে ৫০,০০০ হাজার টাকা নিয়ে গরু ২ টা গফফার তরফদারকে ফেরত দেয়। ৫ আগস্টের পর কৈখালী ইউনিয়নে জয়াখালী গ্রামের মৃতু আব্দুল বারী মেম্বরের স্ত্রীর মৃত্যুতে জানাজা অনুষ্ঠানে বৈশখালীর আজগারের পুত্র হানিফের নেতৃত্বে কতিপয় দূবৃত্ত ও একই এলাকার মৃত বারী মেম্বারের পরিবারের সাথে গোলযোগ করে। ভিকটিম পক্ষ বিএনপি নেতা শহিদুজ্জামান কে জানান শাহিন এবং তার ভাই সেচ্ছাসেবক দলের নেতা নুরুজ্জামান উভয় পক্ষ কে ডেকে শুনাবুঝার মধ্যেমে হানিফ গং দের ৪০ হাজার টাকা জরিমানা করেন এবং ৭ দিনের মধ্যে তাদের কাছে দিতে বলে। তারা ৭ দিনের মধ্যে এই ৪০ হাজার টাকা বিএনপি নেতা শহিদুজ্জামান ও তার ভাই সেচ্ছাসেবক দলের নেতা নুরুজ্জামানের কাছে দেয়। তারা ভিকটিম কে মাত্র ৮ হাজার টাকা দিয়ে ৩২ হাজার টাকা বিএনপি নেতা শহিদুজ্জামান ও তার ভাই সেচ্ছাসেবক দলের নেতা নুরুজ্জামান আত্মসাৎ করেছে। এভাবেই চলছে ইউনিয়ন বিএনপি সভাপতি শহিদুজ্জামানের লুটপাট, আত্মসাৎ ও দলবাজী। এলাকার মানুষ তার কাছে জিম্মি। এর শেষ কোথায়? জানতে চান এলাকার ভুক্তভোগী মহল।