ডুমুরিয়া (খুলনা) প্রতিবেদক: চুকনগর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত ১৫ সদস্যর কমিটিকে সংবর্ধনা প্রদান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুকনগর বাজার সেলুন মালিক সমিতির উদ্যোগে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেলুন মালিক সমিতির সভাপতি প্রনব কুমার সরকার। রবিবার বিকালে চুকনগর বাজার সেলুন মালিক সমিতির হাইস্কুল রোডের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে আলোচনা করেন চুকনগর বাজার সেলুন মালিক সমিতির উপদেষ্টা রণজিৎ রায়, সাধারণ সম্পাদক সঞ্জয় শীল, আনন্দ রায়, দেবদাস শীল, গোবিন্দ রায়, চুকনগর বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মো. সইিদুল ইসলাম মোড়ল, সহসভাপতি মো. রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, সহ-সম্পাদক দেবব্রত রায়, কোষাধ্যক্ষ মেহেদী হাসান বাবলু সাংগঠনিক সম্পাদক শেখ মো. মোসলে আক্তার লেলিন, দপ্তর সম্পাদক ওয়াহিদুজ্জামান মিলন, প্রচার সম্পাদক মো. শফিকুল ইসলাম গাজী, উন্নয়ন ও পরিবেশ সম্পাদক শাহিদুর রহমান, ক্রীড়া সম্পাদক মো. আমিনুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মো. কারিমুল ইসলাম, শ্রী কৃষ্ণ বিশ্বাস, জামির হোসেন, মো. আব্দুল হালিম মোড়ল, জাহিদুল ইসলাম। সভায় চুকনগর বাজার সেলুন মালিক সমিতির পক্ষথেকে চুকনগর বাজার বণিক সমিতির নবনির্বাচিত ১৫ সদস্যর কমিটিকে ফুলের মালা দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
চুকনগর বাজার বণিক সমিতির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা প্রদান
পূর্ববর্তী পোস্ট