
মোঃ আবু বক্কর সিদ্দিকঃ সারা দেশের ন্যায় রোববার (১৭ নভেম্বর) কালিগঞ্জের বিষ্ণুপুরেও একযোগে শুরু হয়েছে পঞ্চম শ্রেণীর প্রাথমিক সমাপনী ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা। এবার চৌমুহনী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৩৫০ জন। মোট পরীক্ষার্থীদের মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনীতে ৩০০ জন এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার্থী ৫৩ জন।
তবে প্রথম দিনে মোট পরীক্ষার্থীর মধ্যে ১৬ জন অনুপস্থিত। যার মধ্যে সমাপনী প্রাইমারীতে ৯ জন এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে ৭ জন। অত্র কেন্দ্রের কেন্দ্র সচীব দায়িত্বে ছিলেন চৌমুহনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডি এম মোমতাজ উদ্দীন, হল সচীব দায়িত্বে ছিলেন উকষা গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজর আলী, সহকারী হল সচীব শরীফুল ইসলাম এবং বিষ্ণুপুর ইউনিয়নের স্বাস্থ সহকারী ডাক্তার আবু সাঈদ।