এস কে সিরাজ শ্যামনগর থেকে: সুন্দরবন উপকূলীয় সাতক্ষীরা শ্যামনগর পৌরসভার গোডাউন মোড় হতে সোয়লিয়া-নুরনগর অভিমুখে রাস্তাটি এখন জনদুর্ভোগের প্রধান কারন হয়ে দাঁড়িয়েছে। বছর না ঘুরতেই রাস্তাটি ইতিমধ্যে খানাখন্দে পরিণত হয়ে পড়েছে। অনিয়ম, দুর্নীতির মাধ্যমে রাস্তাটি শেষ করেই ক্ষ্যান্ত হননি ঠিকাদার। কর্তৃপক্ষকে ম্যানেজ করে জামানাতের টাকাও তুলে নিয়েছেন তিনি। স্থানীয় সমাজসেবক আব্দুর রউফ বলেন, সড়কটি নির্মাণের এক বছর ও এখনো হয়নি অথচ খানাখন্দে পরিণত হয়ে পড়েছে। শ্যামনগর পৌরসভার কাউন্সিলার দেলোয়ারা বেগম বলেন, রাস্তাটি সোহেল নামের এক ঠিকাদার দলীয় প্রভাব খাটিয়ে যেনতেন ভাবে কাজটি শেষ করেছিল। শ্যামনগর উপজেলা প্রকৌশলী অফিস থেকে জানা যায় কোটি টাকার ঊর্ধ্বে বরাদ্দ ছিল ওই রাস্তায়, ২৩- ২৪ অর্থবছরের কাজটি শুরু হয়েছিল এবং শেষও হয় । এ বিষয়ে শ্যামনগর উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, বিষয়টি আমি শুনেছি কিন্তু আমার সময়ে এ কাজটি হয়নি। শ্যামনগরের সচেতন মহল ও পথচারীরা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
বছর যেতে না যেতে রাস্তার ছাল চামড়া উঠে গর্তের সৃষ্টি, জনদুর্ভোগ চরমে
পূর্ববর্তী পোস্ট